প্রধান শিক্ষকের বাণী
বিশ্ব শিক্ষক দিবস। এই দিনে যশোর জেলার কেশবপুর উপজেলাধীন শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয় এর নামে ওয়েবসাইট উদ্বোধন হতে যাচ্ছে, এটি আমাদের জন্যে গর্বের বিষয়। ডিজিটাল বাংলাদেশকে বিশ্বায়নের স্রোতধারায় সংযুক্ত করার প্রক্রিয়াকে আরও গতিশীল করতে আমাদের এ উদ্যোগ। এই সময়োচিত মহৎ উদ্যোগ গ্রহণে সার্বিক সহিযোগিতার জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি।
পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়টি ১৮৯৭ খ্রিস্টাব্দের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়ে এ এলাকায় শিক্ষার আলো বিস্তার করে চলেছে। বিদ্যালয়টি প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলমান। দীর্ঘ ১২৬ বছর ধরে এ প্রতিষ্ঠান অত্র এলাকার শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। বিদ্যালয়টিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর অধীনে এসএসসি কেন্দ্র স্থাপিত হয়েছে ২০১২ খ্রিস্টাব্দে। আজকের এই দিনে বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান সকল শিক্ষক শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানাচ্ছি।
প্রধান শিক্ষক
Copyright © 2019 PANJIA SECONDARY SCHOOL, KESHABPUR, JASHORE. All rights reserved.